slider-3
slider-1
slider-2

কর আপীল অঞ্চল-৪, ঢাকায় আপনাকে স্বাগতম।

মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত রূপকল্প ২০২১ এর মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ বাস্তবায়নের নিমিত্তে ডিজিটালাইজেশনের মাধ্যেমে আয়কর আপীল বিষয়ক সেবা সহজীকরণের লক্ষ্যে করদাতা ও কর আপীল কর্তৃপক্ষের সাথে সেতুবন্ধনের ক্ষেত্রে তথ্য-প্রযুক্তি একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম হিসাবে ভূমিকা রাখছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় ইতোমধ্যেই কর আপীল অঞ্চল-৪, ঢাকায় ওয়েবসাইট ও ই-ফাইলিং এর কার্যক্রম শুরু হয়েছে। ই-গভর্নেন্স চালুর মাধ্যমে সকল স্তরে দাপ্তরিক কাজের দক্ষতা, উন্নত সেবা সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করা আরো সহজ হবে। বর্তমান সরকার ই-গভর্নেন্স , ই-কমার্স চালু করে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কর আপীল অঞ্চল-৪, ঢাকা অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের উদ্দেশ্য ডিজিটাল বাংলাদেশ এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্থনীতির চাকাকে গতিশীল করতে বিভিন্ন পর্যায়ে অবস্থানরত করদাতাগণ আয়কর দিতে স্বতঃস্ফূর্ত হবেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রণাধীন কর আপীল অঞ্চল-৪, ঢাকা একটি নবসৃষ্ট অঞ্চল। গত অক্টোবর/২০১১ সালে উক্ত অঞ্চলটি প্রতিষ্ঠিত হয়। কর আপীল অঞ্চল-৪ ঢাকার প্রধান কার্যালয়সহ অধীনস্থ ৪ (চার) টি রেঞ্জে কর্মরত কর্মকর্তার সংখ্যা-৭ (সাত) জন। কর কমিশনার-১ (এক) জন, অতিরিক্ত কর কমিশনার-২ (দুই) জন, যুগ্ম কর কমিশনার-২ (দুই) জন, অতিরিক্ত সহকারী কর কমিশনার-২ (দুই) জন। যুগ্ম কর কমিশনার-২ (দুই) জন এর মধ্যে ০১ (এক) জন সিলেটস্থ আপীল রেঞ্জ-৪ এ কর্মরত আছেন এবং অতিরিক্ত সহকারী কর কমিশনার-২ (দুই) জন। সিলেট বিভাগের করদাতা-কে আপীল সংক্রান্ত যাবতীয় সুবিধা প্রদানের লক্ষ্যে যুগ্ম কর কমিশনার কার্যালয়, আপীল রেঞ্জ-৪ (সিলেট) কার্যালয়টি সিলেট অবস্থিত।

মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প বাস্তাবায়নের লক্ষে অত্র অঞ্চলের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দদের উপর ন্যাস্ত দায়িত্ব যথাযথভাবে পালনে কর আপীল অঞ্চল-৪, ঢাকা বদ্ধপরিকর।